মেহেরপুর নিউজঃ
স্মরণকালের ইতিহাসে সবচেয়ে কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে।
বুধবার সকাল আটটায় মেহেরপুর এবং মুজিবনগরের সকল কেন্দ্রে একযোগে ভোটদান পর্ব শুরু হয়। সকাল আটটায় ভোট শুরু হওয়ার পর মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ, মিশন প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়িবাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
সকাল নটার দিকে শালিকা কেন্দ্রে ভোট দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম। স্থানীয় ভোটাররা জানিয়েছেন, মাঠে ধান কাটার পূর্ণ মৌসুম শুরু হওয়ার কারণে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলেও প্রার্থী এবং ভোটাররা জানান।