বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সিগারেট জব্দ

By মেহেরপুর নিউজ

January 12, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ পুরাতন স্বাস্থ্য সম্বলিত সিগারেট জব্দ করেছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে এ সমস্ত সিগারেট জব্দ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার লক্ষ্যে পুরাতন স্বাস্থ্য সম্বলিত সিগারেট বহন করার সময় দুই বস্তা সিগারেট উদ্ধার করা হয়।