মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জুম ক্লাউডের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১শ জন প্রতিযোগি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন জুম ক্লাউডের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা ইউআরসির প্রশিক্ষক নুরুল ইসলাম মৃধা, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন সেখানে উপস্থিত ছিলেন।