মেহেরপুর নিউজ:
দীর্ঘ ৮ বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
সম্মেলনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস।
সম্মেলনের শুরুতেই সেখানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক কবুতর উড়ানো হয় পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্প মালা অর্পণ করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। সম্মেলন শেষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়। রাতে দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটি ঘোষণা করা হবে।
এদিকে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে দুপুর ২ টা থেকে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে কাউন্সিলরসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা সেখানে সমবেত হন। সম্মেলন চলাকালীন সময়ে সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, শাহজামান, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা খাতুন, সাধারন সম্পাদিকা লাভলী ইয়াসমিন, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমূখ উপস্থিত ছিলেন।