মেহেরপুর নিউজ:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহরপুর সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহরপুর সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মীর ওয়াহেদ সাদিক,সহ-সভাপতি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান শাহানা ফেরদৌস, আরিফুর রহমান সুইট।