মেহেরপুর নিউজ,২৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: মঈনুল হাসান। বুধবার সকালে তিনি জেলা প্রশাসকের কাছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মাগুড়া জেলা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনি জেলার বাসিন্দা। ২০০৬ সালে রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।