মেহেরপুর নিউজ, ২৩ এপ্রিল: ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। বেসরকারী ফলাফলে আমঝুপি ইউনিয়নে আ.লীগ প্রাথী বোরহান উদ্দিন চুন্নু, পিরোজপুরে আ.লীগ প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতায় আ.লীগ প্রার্থী শাহ জামাল এবং কুতুবপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আমঝুপি ইউনিয়নে আ.লীগ প্রার্থী বোরহান উদ্দিন চুন্নু ১৭ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১৪৬৮৯ ভোট। পিরোজপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ১৩ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আ.লীগের বিদ্রোহী প্রার্থী টনিক বিশ্বাস পেয়েছেন ৯ হাজার ৪৫৮। বুড়িপোতা ইউনিয়নে আ.লীগ প্রার্থী শাহজামাল ৯ হাজার ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক পেয়েছেন ৮ হাজার ৬৯ ভোট। কুতুবপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ১৫হাজার ৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আ.লীগ প্রার্থী ইদ্রিস আলী মাষ্টার পেয়েছেন ১১ হাজার ৬৩ ভোট।