মেহেরপুর নিউজ:
প্রতিটা দেশেই জাতীয় পতাকার গুরুত্ব ও তাৎপর্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে অপরিসীম। এতে নিহিত থাকে একটি দেশের সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। পতাকার আয়তন, রং, ধরন ও ব্যবহারে দেশে দেশে ভিন্নতা থাকলেও উদ্দেশ্য এক এবং অভিন্ন অর্থাৎ দেশের প্রতিনিধিত্ব করা বা আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচয় তুলে ধরা।
জাতীয় পতাকার উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে নানা দেশে নানা রকম বিধি বিধান রয়েছে। জাতীয় পতাকার উত্তোলন ও ব্যবহার সম্পর্কে সুনিদিষ্ট বিধি-বিধান থাকলেও আমাদের সঠিকভাবে মেনে চলার প্রবণতা খুব কমই দেখা যায়। যার ফলে পতাকার অবমাননা হচ্ছে যা দণ্ডনীয় অপরাধ।
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে একটি নির্বাচনী অফিসের সামনে গেলে চোখে পড়ে এমনই একটি অবমাননাকর দৃশ্য। শনিবার রাত সাড়ে ১০ টা পেরুলেও অফিসের সামনে থেকে নামানো হয়নি পতাকা।
স্থানীয়রা জানান, পতাকা টি চব্বিশ ঘন্টায় তোলা থাকে, নামানোর কোন লোক নাই। কতটুকু অবজ্ঞা, অবহেলা ও অনীহা থাকলে জাতীয় পতাকাকে অমর্যাদা করা যায় সেটিই এখন প্রশ্ন?