এসআই বাবু, বারাদীঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধনী করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলিয়ারপুর গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী অফিস তৈরি ও উদ্বোধন করা হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম লাড্ডু মাষ্টার, সাঃ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহঃ সভাপতি তুর্য বিশ্বাস ইউপি সদস্য আনারুল ইসলাম, বেল্টু মেম্বার পিরোরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনসুর আলী ওয়ার্ড সহঃ সভাপতি রেজাউল সরদার মিজানুর রহমান মজনু মাস্টার কিবরিয়া মাস্টার আব্দুস সবুর ডালিম মাস্টার প্রমুখ।