বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ মহিলা কলেজের প্রধান সহকারীকে বিদায় সংবর্ধনা বিদায় সংবর্ধনা

By Meherpur News

April 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী নাসির উদ্দীন অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার দুপুরের দিকে মহিলা কলেজের উদ্যোগে মহিলা কলেজ মিলনায়তনে নাসির উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা কলেজের পক্ষ থেকে প্রধান সহকারী নাসির উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিনকে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসাবে বদলি করা হয়েছে।