বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By Meherpur News

April 14, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলা নববর্ষ উপলক্ষে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকালের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্কালে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন,সহযোগি অধ্যাপক কাজী আশরাফুল হক। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃতি পরিবেশন করেন।

এদিকে এর আগে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিনের নেতৃত্ব শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।