মেহেরপুর নিউজ:
লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হওয়ার পরও বয়সের হেরফের থাকাই মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪৫ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ! সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়া এ সমস্ত ছাত্রী এবং অভিভাবকরা জেলা প্রশাসকের সাথে দেখা করে এর প্রতিকারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে ১০-১২ জন অভিভাবক তাদের মেয়েদের সাথে নিয়ে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুরের সাথে দেখা করেছেন। দেখা করার পরও কোন সুরাহা হয়নি বলে ভুক্তভোগী অভিভাবকরা জানিয়েছেন। জানা গেছে বিগত কয়েক বছরের ন্যায় ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয় সহ ভালো ভালো বিদ্যালয় গুলোতে লটারির মাধ্যমে ভর্তি হয়ে আসছে। এ লক্ষ্যে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকরা অনলাইনের মাধ্যমে আবেদন করেন।
এদিকে সম্প্রতি লটারি মাধ্যমে যে সমস্ত ছেলে মেয়েরা ভর্তি সুযোগ পেয়েছে তাদের মেসেজ দিয়ে জানানো হয়। লটারিতে ভর্তির সুযোগ লাভ করে ভর্তি হতে গিয়ে বাধে-বিপত্তি। জানাগেছে ভর্তির সুযোগ পাওয়া অনেক শিক্ষার্থীর বয়স বেশি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ভর্তি নিচ্ছেন না। এতে বিপাকে পড়ে ওই সমস্ত শিক্ষার্থীরা। জানাগেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ৩০ জন, এবং ষষ্ঠ শ্রেণীতে ১৫ জন ছাত্রী লটারিতে সুযোগ পেয়েও বয়স কম বেশি হওয়ায় তারা ভর্তি হওয়ার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
অভিভাবকরা জানান অনলাইনে আবেদন করার সময় এ ধরনের কোন নির্দেশনা না থাকলেও হঠাৎ করে রেজাল্ট হওয়ার পর ভর্তি হওয়ার সময় বয়সের ব্যাপারটি উঠে আসে। এতে করে ভর্তি সুযোগ না পাওয়ায় ওই সমস্ত ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারিতে ভাগ্য নির্ধারণ হয়েও ভর্তির হতে না পারাদের মধ্যে রাকিবের মেয়ে রাদিয়া হোসেন ওয়াসিমা তৃতীয় শ্রেণি,মাদার আলীর মেয়ে সুমাইয়া তৃতীয় শ্রেণী,মারুফ হাসানের মেয়ে মারুফা হাসান অর্তি তৃতীয় শ্রেণি, শেখ আব্দুল্লাহর মেয়ে আসমাউল হুসনা আলফি ষষ্ঠ শ্রেণি, এমাদুল হকের মেয়ে তাসমিম জান্নাত অরিন ষষ্ঠ শ্রেণি, মফিজুল ইসলামের মেয়ে মেহজাবিন তৃতীয় শ্রেণী, শরিফুল ইসলামের মেয়ে শামীম আখতার ষষ্ঠ শ্রেণি, সোহেল রানার মেয়ে ওয়াহিদা আক্তার তোয়া ষষ্ঠ শ্রেণির উল্লেখযোগ্য।
লটারিতে ভাগ্য নির্ধারিত হওয়া উল্লেখিত অভিভাবক এবং তাদের মেয়েরা জানিয়েছেন, লটারিতে সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মত উপক্রম হয়েছিল। কিন্তু ভর্তি হতে গিয়ে যখন বয়সের কারণ দেখিয়ে ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হওয়ার খবর শুনি তখন থেকেই হরিষে বিষাদ বিরাজ করছে।