বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হককে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

January 16, 2025

মেহেরপুর নিউজ:

দীর্ঘ চাকরির জীবন শেষ করে অবসর গ্রহণ করাই একটি সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হলো মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হককে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ফজলুল হককে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়ার পর একটি সুসজ্জিত গাড়িতে করে থাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ ক ম ও ইসমাইল, সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী, সিরাজ উদ্দিন, আব্দুল মান্নান, রেবেকা সুলতানা, আব্দুল হামিদ,সোহরার হোসেন, সাইদুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিরুদ্দিন, সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট আহমেদ, সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম, বিদ্যালয়ের ছাত্রী উম্মে আক্তর সারা তামান্না, নুসরাত জাহান দিশা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ ও প্রদান করেন বিদ্যালয়ের ছাত্রী হাসিন মুখসিতা জামান লাবণ্য।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হককে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে ফুল ও বিভিন্ন ধরনের উপাস সামগ্রী প্রদান করা হয়। পরে একটি সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এদিকে এর আগে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষের চারা রোপন করেন।