মেহেরপুর নিউজঃ
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, মোঃ শামীম রেজা,মাহমুদা খাতুন চায়না, সাইদুর রহমান রন্টু, শেফালী খাতুন, মনিরুল ইসলাম প্রমুখ।