বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ইনস্টিটিউটের দক্ষতা প্রতিযোগিতার সার্টিফিকেট বিতরণ

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ইনস্টিটিউটে দক্ষতা প্রতিযোগিতার সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা আবদুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওয়েল্ডিং বিভাগের প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন, সার্টিফাইড অফিসার মোহাম্মদ আকিব বিশ্বাস, মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মীর মুক্তার আলী, শফিউদ্দিন, নুরুন্নবী, মনারুল ইসলাম প্রমূখ। পরে ইনস্টিটিউট স্তরের দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।