খেলাধুলা

মেহেরপুর সঃ কলেজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফরহাদ-রিফাত জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 23, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফরহাদ-রিফাত জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফরহাদ রিফাত জুটি ২-০ সেটে মুতাসিম-শিমুল জুটিকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.কে এম নজরুল কবির পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.কে এম নজরুল কবিরের সহধর্মিণী কেয়া কবীর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক মইনুল হক, সহকারি অধ্যাপক বশির উদ্দিন, মুন্সি রাশিদুল হক,আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।