মেহেরপুর নিউজ, ১৮ মে:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ষ্টেডিয়াম মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ফলক উন্মোচন করে মার্কেটের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মো: আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক এবাদত হোসেন, তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সহসভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।