আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর:
মেহেরপুর শিশু সদনের ভিতরে পাঙ্গাস মাছের গায়ে আরবিতে আল্লাহ লেখা দেখা গেছে। শিশু সনদরে জন্য বাজার করা একটি পাঙ্গাস মাছের গায়ে আল্লাহ লেখা দেখা গিয়েছে। মাছটি এক নজর দেখতে মেহেরপুর শিশু সনদে উৎসুক জনতা ভীড় জমাচ্ছে।
শিশু সদনের ভার প্রাপ্ত সুপার শাহনাজ পারভীন মেহেরপুর নিউজ কে জানান, আজ সকালে শিশু সদনের ঠিকাদার আশরাফুল প্রতিদিনের নেয় বাজার থেকে শিশু পরিবারের ছেলেদের জন্য পাঙ্গাশ মাছ কিনে আনে। শিশু পরিবারের ছেলেরা মাছ গুলি পরিস্কারের জন্য বাজারের ব্যাগ থেকে বের করলে দেখে একটি মাছের মাথার নিচে আরবিতে আল্লাহ লেখা রয়েছে। পরে মাছটি কে ভাল করে পরিস্কার করে দেখা যায় লেখাটা আরো ভাল ভাবে দেখা যাচ্ছে।
ঠিকাদার আশরাফুল জানান, সে পাঙ্গাস মাছটি শহরের হোটেল বাজারের মাছ ব্যাবসায়ী মহনের কাছ থেকে কিনে নিয়ে যায়। মাছের গায়ে আল্লাহ লেখার কথা এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা মাছটি কে এক নজর দেখার জন্য শিশু সদনের ভিতরে ভির জমায়। এসময় মাছটি কে দেখতে এসে ওনেকে বলে এটা আল্লাহর কুদরত।