মেহেরপুর নিউজ, ১২ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা ১০ প্রার্থীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রজনীগন্ধা প্যানেলের ১৭ প্রার্থী।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্প ও বণিক সমিতি অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন প্রতিদ্বন্ধি প্রার্থী ও সাবেক এমপি জয়নাল আবেদীন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রজনীগন্ধা প্যানেলের প্রার্থী ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, প্রার্থী আশকার আলী, শ্যামসুন্দর আগরওয়ালা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য জয়নাল আবেদীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা ১০ প্রার্থীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, শিল্প ও বণিক সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে নির্বাচন কমিশন কোন প্রকার অনিয়ম করেনি।
তিনি বলেন, তারা অভিযোগ করেছে আমরা বল প্রয়োগ করে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বলেছি। যা পুরোপুরি মিথ্যাচার, আমরা এর তীব্র নিন্ধা জানাচ্ছি। ১৪ তম নির্বাচনের বিষয়ে জয়নাল আবেদীন বলেন, ২০১০ সালে ১০ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পরে ১১, ১২ ও ১৩ নম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনে কোন প্রতিন্দন্ধী প্রার্থী না থাকায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি। এবার এই সমিতির ১৪ তম নির্বাচন হতে যাচ্ছে।