মেহেরপুর নিউজ, ২২ আগষ্ট: মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন উপলক্ষে দুইটি গ্রুপে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
মঙ্গলবার মনোনয়ন এ গ্রুপে ১২টি সদস্য পদের জন্য ৩৯ জন ও বি গ্রপে ৫টি পদের জন্য ১২ মনোনয়ন পত্র জমাদেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আহামেদের নিকট তারা এ মনোনয়ন পত্র জমাদেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফতাব আহামেদ, আবুল কাসেম সেখানে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন, জয়নাল আবেদীন, শ্যামসুন্দুর আগরওয়ালা, গোলাম রসুল, আসকার আলী, আরিফুল এনাম বকুল, আব্দুর রশিদ, জেএম মারুফুজ্জামান গোরা, আবু নানিফ বাবু, আজিজজুর রহমান, নুর হোসেন আঙ্গুর, কামারুজ্জামান, গোলাম মূর্শেদ চন্দন, আক্তার হোসেন, একেএম আনোয়ারুল হক, আসলাম, সাইদুর রহমান, নুরুল হুদা, মনিুরজ্জামান সুজন, সাজ্জাদুল আনাম, সালেহ উদ্দিন, সাফুয়ান উদ্দিন, সবুক্তগীণ মাহামুদ, আক্কাস আলী, আমানুল্লাহ, নুরুল ইসলাম, শ্রী কাশর চৌধুরী, হাসান উদ্দিন, আশিকুজ্জামান, নাদিম ইকবাল, শরিফুল ইসলাম, তানভীর আহামেদ, মোশারফ হোসেন, আব্দুল হান্নান, শাহাবু উদ্দিন, আমিনুল ইসলাম, মফিজুর রহমান, আনারুল ইসলাম ও খাইরুল ইসলাম। এ
ছাড়াও বি গ্রুপে আলী হোসেন, রফিক, ফুরকান আলী, সাহাবুদ্দিন খান, সুরুত আলী, হাফিজুর রহমান টুকু, বিশ্বনাথ সাহা, মোঃ রফিক।