এক ঝলক

মেহেরপুর শহরে সন্ধ্যার পর সকল দোকানপাট বন্ধ

By মেহেরপুর নিউজ

March 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সন্ধ্যা  পর থেকে ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক সহ শহরের সকল দোকানপাট  পরবর্তী নির্দেশনা না দেওয়া বন্ধ করা হয়। নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় শহরের দোকানপাট ব্যবসা কেন্দ্র দেখার লক্ষ্যে মেহেরপুরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহর প্রদক্ষিণ করেন।

এদিকে সন্ধ্যার পরপরই মেহেরপুর শহরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া পর থেকে শহরের প্রধান সড়ক গুলোতে ফাঁকা হতে থাকে। এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি করোনা ভাইরাস প্রতিরোধে ও সর্ব সাধারণকে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান।