নিউজ ডেস্ক আজ ১১ মার্চ মেহেরপুরের বিভিন্ন এলাকায় মোটর সাইকেলের কাগজাদি পরীক্ষা করেছে র্যাব ও পুলিশের একটি বিশেষ দল। অভিযান চলে বেলা ১১ টা থেকে দেড়টা পর্যত্ম। অভিযানচলাকালীন গাড়িতে বৈধ কাগজাদি না থাকায় এবং মালিক দেখাতে না পারায় ৮২ টি মোটরসাইকেল আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেহেরপুর সদর থানায় বৈধ কাগজপএ না থাকায় ৫ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের । আটককৃত মোটরসাইকেল গুলো বর্তমানে মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।