মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই মেহেরপুর শহরের। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন।
আক্রান্তরা মেহেরপুর শহরের ২নং ওয়ার্ড নীলমনি সিনেমা হল পাড়ার একই পরিবারের ৬ জন ও মন্ডল পাড়ার ১ জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জনান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১৯ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৭টি পজিটিভ ও বাকি ১২ জনের নেগেটিভ রিপোর্ট । নতুন পজিটিভের মধ্যে সবগুলো মেহেরপুর শহরের। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৮শ ৮৮জনের মধ্যে ৮৭ টি পজেটিভ এর মধ্যে ৩০ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।