মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরা ও মোনহারী সহ গুড়ের দোকানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ ব্যবসায়ীর নিকট থেকে ১৪ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেনের নেতৃত্বে এ দিন ভ্রাম্যমান আদালত শহরের বিবিন্ন এলাকায় আদালত বসিয়ে নোংরা পরিবেশে খাবার বিক্রি, বিনা লাইসেন্সে গুড়াদুধ বিক্রি এবং নোংরা পরিবেশে গুড় বিক্রি করায় ব্যবসায়ী আলি হসেনের ২ হাজার টাকা, মফিজুলের ১ হাজার টাকা, লিয়াকতের ১ হাজার টাকা ,এনামূলের ৩ হাজার টাকা ,মাসুদের ৫ হাজার টাক, গিয়াসের-২ হাজার টাকা এবং মফিজুরের নিকট থেকে ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।