টপ নিউজ

মেহেরপুর শহরের সড়কগুলোতে গরুর দখলে

By মেহেরপুর নিউজ

December 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরে যাতায়াতের জন্য একটি প্রধান সড়কের উপরই নির্ভর এই পৌর এলাকার প্রায় সকল বাসিন্দার।  শহরের সার্বিক ব্যবস্থাপনায় সুদীর্ঘকাল থেকে নিয়ােজিত রয়েছে প্রথম শ্রেণীর মেহেরপুর পৗরসভা।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভার কাছে জনগণের প্রত্যাশা ও চাহিদা আকাশচুম্বী। এর বাস্তবসম্মত কারণও রয়েছে বৈকি! পৌরবাসীর মতে, অতীতের যেকোন সময়ের তুলনায় বিচক্ষণ ও দক্ষ পৌর মেয়র ও তাঁর কাউন্সিলরদের কর্মতৎপরতা পৌরবাসীর মানে নতুন আশার সঞ্চার করেছে। তবে সাম্প্রতিককালে শহরের রাস্তাগুলাের মধ্যে অবাধে বিচরণ করছে বেশকিছু বেওয়ারিশ গরু। পৌর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডের মূল সড়কে যত্রতত্র অবাধ দাপিয়ে বেড়াচ্ছে গরুগুলো।

ইতােমধ্যেই সড়কের শ্রীবৃদ্ধি করতে পৌরসভার উদ্যোগে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে । তবে বেওয়ারিশ গরুর গোবর ও গরুর ময়লা খেতে গিয়ে  তা চারিপাশে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়ায়  শ্রীবৃদ্ধির সকল পরিকল্পনাকে একদম পন্ড করে দিয়েছে। যততত্র গোবর একে পথচারিদের অস্বস্তির কারণ অপর দিকে শহরে যানবাহনে চলাচলের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সড়কের পুরো নিয়ন্ত্রন গুরুর দ্বারাই এমনিই মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে।

মেহেরপুর পৌরসভা সকল প্রচেষ্টাই প্রায় ব্যর্থ হয়ে গিয়েছে। ইতোমধ্যে পৌরসভার পক্ষ থেকে কয়েকবার মাইক প্রচারসহ একাধিকবার বেশ কিছু গরু  আটকে রাখার পর সেগুলো মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান গরুর মালিকরা। পরবর্তীতে সপ্তাহ না পেরোতেই আবারও পৌরসভাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সেই সমস্ত গরুর রাস্তার উপর অবস্থান। গরুর মালিকরা সকালবেলায় গরু গুলো ছেড়ে দেওয়ার পর সেগুলো প্রধান সড়কের উপরে শুয়ে- বসে সময় কাটাচ্ছে। এতে করে যান সহ জনজীবন চলাচলের যেমন ঝুঁকি বাড়ছে। একই সাথে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষের আবারো দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন অনেকে।