মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতি প্রাঙ্গণে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি সোহেল রেজা হিরোর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তহবাজার ব্যাসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ,ল্যাব ও ক্লিনিক ব্যাবসাহী সমিতির সম্পাদক আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেনজির আহমেদ, সহ-সভাপতি ইব্রাহীম আলী লাল মিয়া, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদকের রিনু, তোফাজ্জল শেখ, সাংগঠনিক সম্পাদক শিমুল বিশ্বাস, সহকারী সাংগঠনিক সম্পাদক দেওয়ান সাইফুল্লাহ, প্রচার প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক পলাশ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান পলাশ, অর্থ সম্পদক সুরুজ বাবু, সহ দপ্তর সম্পাদক শফিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর বিশ্বাস।
এছাড়াও নির্বাহী সদস্য বুরহান ইমাম, বাবুল, পিয়ারুল ইসলাম, আনারুল ইসলাম, নাহিদ হোসেন নাজেত, মুজাহিদ হোসেন দিপু, ইব্রাহিম উপস্থিত ছিলেন।