ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর লর্ড মার্কেটে আবোরা সড়ক অবরোধ। মেয়রের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

April 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল: মেহেরপুর শহরের প্রধান সড়কের লর্ড মার্কেটের ছাত্তার ডেন্টাল ক্লিনিকের মালিক খোকনের ছেলে সুজনকে মারপিট করে দোকানের কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার আবারো আবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে ব্যবসায়ীরা। পরে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ও মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুলের মধ্যস্থতায় ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। জানা যায়, হামলার ২৪ ঘন্টা পার হলেও মামলার প্রধান আসামী শাওনকে গ্রেফতার না করায় আজ সোমবার দুপুর সোয়া ১২ টার সময় থেকে দুপুর ১ টা পর্যন্ত মেহেরপুর প্রধান সড়কের লর্ড মাকেট এলাকায়া রাস্তার দু ধারে অবরোধ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবেরাধ করতে থাকে। খবর পেয়ে দুপুর পোনে ১ টার দিকে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ঘটনাস্থলে পৌছে মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুলকে ডেকে তাদের দাবি মেনে নিয়ে হামলাকারির বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

এ সময় আলহাজ্ব গোলাম রসুল ব্যবসায়ীদের উদ্দেশ্য  বলেন, শাওন পালিয়ে যাওয়ায় তাকে পুলিশ ধরতে পারেনি। এরপর ও পুলিশ শাওন সন্দেহে ৫ জনকে ধরে তাদের ছেড়ে দেয়। পুলিশ শাওনকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোলাম রসুল এ সময় বলেন,তবে শাওনকে না পেয়ে যে মেয়ের কারনে দোকানে ভাংচুর করা হয়েছে পুলিশ সে মেয়েকে রাত ১১ টার সময় ধরে নিয়ে থানায় আটকে রাখে। তার আজকে পরীক্ষা থাকায় মানবিক কারনে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন,শাওনকে অবশ্যাই গ্রেফতার করে অবশ্যই বিচার করা হবে। আর তা যদি সম্ভব না হয় তাহেলে তিনি নিজে ব্যবসায়ীদের আন্দোলনে শরীক হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোসনা দেন। উল্লেখ্য, প্রেম ঘটিত বিরোধের জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে মল্লিকপাড়ার মহির ছেলে শাওনসহ ৮/১০ জনের একদল দূবৃত্তকারী মেহেরপুর শহরের লর্ড মার্কেটের ছাত্তার ডেন্টাল ক্লিনিকে হামলা চালিয়ে তার ছেলে সুজন কে মারধর করে এবং দোকানের কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করার জের ধরে ব্যবসায়ীরা ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছ্য়োর নং-০৭। হয়ে উঠে।