নির্বাচন

মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

By মেহেরপুর নিউজ

November 12, 2023

মেহেরপুর নিউজ:

আগামী ২ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৭টি পদের জন্য ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সহ-সভাপতি পদে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হীরা, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, অ্যাডভোকেট খন্দকারা আব্দুল মতিন, কে এম ফজলুল করিম, শামীম আরা হীরা এবং সাজ্জাদুল আনাম তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদের নিকট থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।