মেহেরপুর নিউজ:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণরোধে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী মাইক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করা হয় । মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসূল জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রচারনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসূল বলেন, সাধারণ কিছু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করলে করোনাভাইরাসে সংক্রমিত হবার সম্ভাবনা কিছুটা হলেও কমে আসবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়াতে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এ উদ্যোগ।
এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা। এসময় তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) একটি আতঙ্কিত নাম। সচেতনতাই প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণরোধের একমাত্র উপায়, পরিচ্ছন্নতা, সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। দেশের মানুষদের সচেতন করা সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ।
এছাড়াও সেখানে বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট এর খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমূখ পরে মেহেরপুরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।