মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর ধরনতলা বিল দখলকারীদের কবল থেকে রক্ষা করার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার সকালে তের ঘরিয়া মৎস জিবী সমবায় সমিতির পক্ষ থেকে এ আবেদন করা হয়।
অবেদন পত্রে জানানো হয়েছে, সরকারী জলমহল নীতিমালা অনুযায়ী সরকার ঘোষীত জাল যার জল তার নীতিমালা ২০০৯ এর সকল শর্ত পুরন করে ৩০ বছর যাবৎ জলমহল নীতিমালায় সরকার পক্ষে দখল রেখে গরিব মৎসজিবীদের সমন্বয়ে সরকারের সাহায্যে জলমহল ব্যবস্থা করে আসছে। ২০০৯ এর নীতিমালা মোতাবেক ১৪২০ থেকে ১৪২০ সাল পর্যন্ত সরকারী রাজস্ব ভ্যাট ও ট্যাক্স পরিশদ করে আসছে । সে আলোকে গত ১১ জুলাই তারা এ বিলে মাছের পোনা অবমুক্ত করে। কিন্তু ঐ বিলে মাছের পোনা অবমুক্ত করার পর শোলমারী গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রিপন বিলের বেশ কিছু অংশ দখল করার লক্ষে সেখানে বাঁধ দেওয়া শুরু করে। বিল কমিটির সদস্যরা বাঁধা দিতে গেলে তাদেরকেও হুমকী প্রদান করা হচ্ছে বলে আবেদন পত্রে জানানো হয়েছে।