মেহেরপুর নিউজ:
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ঐতিহাসিক আমঝুপির নীলকুঠিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় উপস্থিত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ, তথ্যের নিরপেক্ষতা ও আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ক্লাবের সদস্যদের মাঝে উপহার হিসেবে ব্লেজার বিতরণ করা হয়। মতবিনিময় সভায় মেহেরপুরের রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।