মেহেরপুর নিউজ:
পুষ্পমাল্য অর্পণ, র্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক প্রমুখ।
এদিকে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে এর আগে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলাবাসির পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন। এবং পরে একটি র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্ব র্যালিটি কলেজ মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।