মেহেরপুর নিউজ:
মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৩০ নারী সংগনের মধ্যে সাধারন ও বিশেষ আনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টয় মহিলা বিষযক আধিদপ্তরের কার্যলয় প্রাঙ্গণে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেক চেক বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রশিক্ষনের আয়োজন করেছি। যাতে করে আমরা তরুন যুবক যুবতিদের প্রশিক্ষনের মাধমে তাদের আত্ম কর্মসংস্থান ও দেশকে আত্মনির্ভরশিল করতে পারি। এর আগের কোন সরকার এভাবে কোন চিন্তা ভাবনা করেনি। মহিলা ও শিশু বিষয়ক আধিদপ্তরের অধিনে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে ও তাদের আর্থিক ঋণসহ উৎপাদিত পন্য এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে জেলাপ্রশাসক ড. মোহাম্মদ মনুসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, সহকারি সমিশনার ও নির্বাহি ম্যাষিজ ষ্টে মিথিলা দাষের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালোক নাসিমা খাতুন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আরা হীরা, পূর্ণভবা মহিলা সমিতির সাধারণ সম্পাদক নুর জান্নাত লিনা প্রমুখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ১০ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি প্রমূখ উপস্থিত ছিলেন।