মেহেরপুর নিউজ, ২১ ডিসেম্বর মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও মহিলা ক্রীড়াবিদ আসমা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী লতিফা খানম চৌধুরীর সভাপতিত্বে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা শামিম আরা হীরা, সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা, সদস্য নার্গিস বানু, শিউলি পারভিন মনি, অনামিকা আফরোজ, সহকারী কমিশনার শুভ্রা দাস, ফাতেমাতুজ্জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।