মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজ এর উদ্যোগে দীর্ঘদিন পর কলেজ খোলার পর মহিলা কলেজের ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার সকালে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে কলেজের শিক্ষকরা ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সরকারি মহিলা কলেজের ছাত্রীরা কলেজে প্রবেশ করে আনন্দ প্রকাশ করেন।
সরকারি মহিলা কলেজে বিএনসিসি সদস্যরা কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের তাপমাত্রা মেপে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কলেজের অন্যান্য ও শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।