মেহেরপুর নিউজ, ০৮ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিণ জলাশয়ে হিসেবে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামাল প্রমুভ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৫টি স্থানে ২৮৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।