মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ফেব্রুয়ারী : মেহেরপুর বড়বাজারে ফরমালিন যুক্ত ২০ মন টমেটো আটক করেছে তহবাজার ব্যাবসায়ী সমিতি। পরে আটককৃত টমেটো গুলো বিনষ্ট করা হয়। জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টার সময় মেহেরপুর কাঁচা বাজারে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের টমেটো ব্যবসায়ী গফুর ব্যাপারী একটি ট্রলিতে করে ২০ মন টমেটো বাজারে বিক্রয় করা জন্য নিয়ে আসে । এসময় বাজারের ব্যাবসায়ীদের গফুর ব্যাপারীর টমোটো দেখে সন্দেহ হয়। সন্দেহের কারনে তারা তহবাজার ব্যাবসায়ী সমিতিকে জানালে তহবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ ঘটনাস্থলে গিয়ে ফরমালিনযুক্ত টমোটো গুলো আটক করে। সমিতির নেতৃবৃন্দদের ঘটনাস্থলে আসার খবর পেয়ে টমেটো মালিক গফুর ব্যাপারী পালিয়ে যায়। পরে পুরাতন হাসপাতাল চত্বরে আটককৃত ফরমালিন যুক্ত টমেটো গুলো বিনষ্ট করা হয়। তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ মেহেরপুর নিউজকে এর সত্যাতা স্বীকার করে জানান,বাজারে ফরমালিনযুক্ত টমেটো বিক্রি করতে এসেছে এমন খবর পেয়ে আমরা টমোটো গুলো জব্দ করি।পরে জব্দকৃত টেমেটো গুলো আমরা বিনষ্ট করেছি।তিনি বলেন, এ ঘটনায় টমেটো মালিক গফুর ব্যাপারী আগে থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।