মেহেরপুর নিউজ, ১২ নভেম্বর: মেহেরপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিজয় দিবস বর্ণ্যাঢ্য ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করা হয় ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা সুপার কামরুল হাসান, জেলা আনছার অ্যাডজুড্যান্ট আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আশকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক মিজানুর রহমান, শিক্ষক শাশ্বত নিপ্পন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ। প্রস্তুতি সভায় বিজয় দিবস উপলক্ষে নৌকা বাইচ, প্রীতি ফুটবল, কুচকাওয়াজ, শরির চর্চা প্রদর্শনি, আলোক সজ্জা, স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, ২১ বার তপোধ্বণী, জাতীয় পতাকা উত্তোলন, স্ংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদানসহ বিভিন্ন কমসূচী গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।