অন্যান্য

মেহেরপুর বাসস্ট্যান্ডে একটি মাইক্রো ভস্মিভূত

By মেহেরপুর নিউজ

April 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ এপ্রিল: মেহেরপুরের বাসস্ট্যান্ডে একটি মাইক্রোতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধান:বশত একটি মাইক্রো ( ঢাকা মেট্রো চ:১১-৫১৮২)  আগুনে ভস্মিভুত হয়েছে। জানা গেছে,শুক্রবার রাত ১২ টার দিকে মাইক্রোমালিক ড্রাইভার জাহাঙ্গীর নিজেই গাড়ির ইঞ্জিনের ঝালাইয়ের কাজ করছিলো। এ সময় গাড়ির তেলের ট্যাংকে আগুন লেগে গেলে পুড়ো মাইক্রোটি ভস্মিভূত হয়ে যায়।