নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইস্প্যাক্ট ফাউন্ডেশনের অর্থায়নে পানির আর্সেনিক ও আয়রন মুক্ত করন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর এর উদ্যোগে ও ইউকে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এই সুপেয় পানির প্লান্টটি উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন। তিনি বলেন, পানির অপর নাম জীবন, কোমলমতি এই বাচ্চাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইম্প্যাক্ট ফাউন্ডেশনকে আমার ব্যাক্তিগত ভাবে আন্তরিক ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। বক্তব্য রাখেন ইস্প্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. হাসিব মাহামুদ প্রমুখ। পরে প্রধান অতিথি সুপেয় পানির প্লান্টটি উদ্বোধন করেন।