মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বাজারে ঝাল, পেঁয়াজের কমলেও সবজির বাজারে দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামের তারতম্য আগের মতই রয়েছে।
শুক্রবার মেহেরপুর শহরের দুটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ১০ থেকে ১৫ টাকা কেজি। আলু ৩০ থেকে ৩৫ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, লাউ প্রতি পিস ২৫ টাকা, গাজর ৪০ টাকা, পেঁয়াজ ৫০ টাকার, রসুন ১০০ টাকা, কাঁচা ঝালা ৩০ টাকা, পুঁইশাক ১০ টাকা, লাল শাক ২০ টাকা, কলা ৩০ টাকা, টমেটো ৪০ টাকা, করল্লা ৬০ টাকা, বাঁধাকপি ২০টাকা, লেবু প্রতি পিস ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে বাজারে আড়তের চেয়ে খুচরা বাজারে দাম অনেক বেশি। আড়তে বেগুন পাইকারির ১০ টাকা কেজি, আলু ৩০ টাকা, পেঁপে ২০ টাকা। লাউ প্রতিপিস ১৫ টাকা, গাজর ২০ টাকা, পেঁয়াজ ৪৬ টাকা, রসুন ৯০ টাকা ঝাল ২০ টাকা, পুঁইশাক ১০ টাকা, লালশাক ১০ টাকা, কলা কুড়ি টাকা, টমেটো কুড়ি টাকা, করল্লা ৭০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা দরে বিক্রী দেখা গেছে।
এদিকে রোজা শুরু হওয়ার পরপরই বয়লার মুরগির দাম ২০০ টাকা, কক জাতীয় মুরগি ৩০০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা কেজি দারে বিক্রি করা হচ্ছে।
ছাগলের মাংস এক হাজার টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে রোজার মাসে মাছের আমদানি কিছুটা কম হলেও সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যেই দাম রয়েছে। খুচরা বাজারে বাজার মনিটরিং করলে দামের তারতম্য কিছুটা রোধ করা সম্ভব হবে বলে ভুক্তভোগীতের অভিমত।