নির্বাচন

মেহেরপুর বড় বাজার এলাকায় মেয়র প্রার্থী রিটনের প্রচারণা

By মেহেরপুর নিউজ

June 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন বড় বাজারের ব্যবসায়ীদের কাছে তার পক্ষে নৌকার প্রচারণা করেন।

বুধবার দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত মেহেরপুর বড় বাজার এলাকার সকল ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের কাছে এ  প্রচারণা চালান। এসময় তিনি, বড় বাজারের সকল ব্যবসায়ীকে তার মেয়র থাকা কালীন সময়ের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট দিয়ে মেহেরপুর পৌরসভার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। মেহেরপুর বড় বাজার এলাকায় প্রচারণাকালে তার সাথে যুবলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।