মেহেরপুর নিউজ:
মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনের মিরন-সহিদুল পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে শহরের বড় বাজার এলাকায় নির্বাচনের ইসতেহার ঘোষণা করা হয়।
মিরন-সহিদুল পরিষদের সভাপতি প্রার্থী আবু ইউসুফ মিরন ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ঘোষিত ইশতেহারেবলা হয়, নিয়মিতভাবে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠান করা। ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। বড় বাজারের সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরা প্রতিস্থাপন প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগ করা। ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বড়বাজার এলাকায় পরিছন্নতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সমিতির পক্ষ থেকে সামর্থ অনুযায়ী ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের প্রণোজনীয় ব্যবস্থা করা। বছরে বিশেষ বিশেষ দিন অসচ্ছল দুর্বল ব্যবসায়ীদের স্বাচ্ছন্দে উৎসব পালনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান। ব্যবসায়ীদের কোন সমস্যা কিংবা কোন বিরোধ দেখা দিলে দ্রুততার সাথে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা। এবং প্রয়োজনে আইনী সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করা। প্রতিবছর ব্যবসায়ীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য যেকোনো পর্যটন এলাকায় শিক্ষামূলক সফরের ব্যবস্থা করা। প্রতিবছর সাধারণ সভা আহবান করে অডিট সম্পন্ন করে সকল ব্যবসায়ীদের সম্মুখে আয় ব্যায়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থাপন করা। এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মানিত ব্যবসায়ীদের পরিচয় পত্র প্রদান করা।
নির্বাচনী স্থান ঘোষণার সময় অন্যদের মধ্যে দপ্তর সম্পাদক আব্দুস সালাম,কোষাধক্ষ্য প্রার্থী সাহিদুজ্জামান রিপন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমামুল হক, প্রচার সম্পাদক এস এ খান শিল্টু,ধর্ম বিশ্বাস সম্পাদক আব্দুল লতিফ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান রুম্মন, প্রহারা বিষয়ক সম্পাদক আজগর আলী সুমন, নির্বাহী সদস্য হামিদুল ইসলাম,আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।