মেহেরপুর নিউজ,১৭ জুলাই: মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে পুলিশ সুপার হামিদুল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সদস্য আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহসানুল কবির আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে আমরা’৮৫ এর উদ্যোগে ইফতার মাহফিল মেহেরপুরে আমরা’৮৫ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠন সভাপতি মমিনুল হক জুয়েলের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য ডা. জেপি আগরওয়ালা সপ্পু, আহসান রেজা পিকু, জহিরুল ইসলাম বড়বাবু, তারিকুল ইসলাম খান, কলিমুদ্দিন, সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু,সহসভাপতি মফিজুল ইসলাম, মাসুদ রেজা, সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু, সদস্য ফারুক আহমেদ রুন্টু, আবুল আহসান মিঠু, শামিমুল ইসলাম রাজ্জাক, টিকু, শাহজামাল,তপন, মহিবুল, মিলন, অঞ্চল প্রমুখ। এর আগে সংঠনের প্রয়াত সদস্য রবিউল ইসলাম লিল্টু ও বকতিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।