মেহেরপুর নিউজ,২৭ মার্চ:
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা পরিষদ শিলনায়তনে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আ ন স কুদরত-ই খুদা, শাহাজাদ উদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড.মিয়াজান আলী, পিপি অ্যাড. পল্বব ভর্ট্রাচার্য, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, আনোয়ারুল হক শাহী, আব্দুল সালাম, সৈয়দ এসহানুল কবির, মোস্তফা কামাল, সাংবাদিক রবিউল হোসেন প্রমুখ।
সভা শেষে এ এল এম জিয়াউল হককে সভাপতি ও হাসানুজ্জামান মালেককে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।