মেহেরপুর নিউজ:
ফিউচার ক্যাডেট একাডেমি মেহেরপুর শাখার মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ প্রাঙ্গণে ফিউচার ক্যাডেট একাডেমির মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.এম,এ সালাম,মেহেরপুর সরকারি কলেজের ইংরাজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামান, ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আলী আকবর রুমেল,ফয়সাল আহমেদ। পরে সেখানে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।