মেহেরপুর নিউজঃ
মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলো ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৪) বছর।
সোমবার সন্ধ্যায় রশিদ হাসান খান আলোর শহরের পন্ডের ঘাট এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মরহুম রশিদ হাসান খান আলোর একমাত্র পুত্র সৌদি প্রবাসী সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। মরহুম রশিদ হাসান খান আলো দৈনিক মেহেরপুরের সম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি, মেহেরপুর পাবলিক লাইব্রেরী সদস্যসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।