অন্যান্য

মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

April 22, 2015

মেহেরপুর নিউজ ২২ এপ্রিল ঢাকায় বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের প্রতি নির্যাতনের প্রতিবাদে বুধবার বিকালে মেহেরপুর সম্মিলিত সংগঠনের উদ্যেগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। “আমাদের শিড়দাঁড় কারা বন্দক নিল, কোন ভয়ে ভীতু আজ এ স্বদেশ রুখে দাড়াও নরপশুদের এই শ্লোগানকে সামনে রেখে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উদিচীর সভাপতি অ্যাড. ইব্ররাহিম শাহীন, অব: শিক্ষক সিরাজুল ইসলাম, সহযোগি অধ্যাপক আব্দুলাহ আল আমিন, অরনির সভাপতি নিশান সাবের, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন প্রমুখ।