মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১অক্টোবর : মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মরহুম এলাহীদাদ মিয়া স্মৃীতি প্রথম বিভাগ ফুটবল লীগে মেহেরপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া সত্য সংঘ ক্লাব জয় লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় ঝাওবাড়িয়া সত্য সংঘ ক্লাব ২-১ গোলে সদর উপজেলার ফতেপুর তরুন সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জুয়েল ও সজল একটি করে এবং বিজিত দলের পক্ষে আনিছুর ১ টি গোল করেন।