মেহেরপুর নিউজ,০৮ জুন: মেহেরপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন কার্যক্রম মিশন শুরু করেছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমার রিটন হাতে ঝাড়ু ও কাস্তে নিয়ে শহর পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত কাউন্সিলররাও হাতে ঝাড়ু ও কাস্তে নিয়ে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন। পরিচ্ছন্ন কার্যক্রমের প্রথম দিন মেহেরপুর বড়বাজার ও গড়পুকুর দিয়ে শুরু করা হয়। এসময় পৌরবাসী নতুন পৌর পরিষদকে ধন্যবাদ জানিয়ে সহযোগীতার আশ্বাস দেন। পৌরসভার সচিব তফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবু আবদুল্লাহ বাপ্পী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল আশরাফ রাজিব, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, শিউলি আক্তার ও হামিদা বেগম বেগম এ কার্যক্রমে উপস্থিত ছিলেন। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান প্রসঙ্গে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নতুন পৌর পরিষদকে নিয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম মিশন শুরু করা হলো।